ধানমন্ডি ৩২ নিয়ে বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টা সরকারের: টিআইবি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০১ পিএম

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরসহ দেশের বিভিন্ন স্থানে 'অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতায় গভীর উদ্বেগ' প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদশ (টিআইবি)। একই সঙ্গে এসব ঘটনায় সরকারের বিবৃতিকে 'দায় এড়ানোর চেষ্টা' বলেও মনে করে সংস্থাটি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) টিআইবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানকে উদ্ধৃত করে বলা হয়, "আগে থেকে সহিংস কর্মসূচির ঘোষণা থাকার পরও আইনশৃঙ্খলা সংস্থা ও তার সঙ্গে সহায়ক হিসেবে দায়িত্বপালনরত সেনাবাহিনী, তথা সরকার কার্যকর নিয়ন্ত্রণ বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে আশঙ্কাজনকভাবে নির্লিপ্ততার পরিচয় দিয়েছে।"
এতে আরো বলা হয়, "পরবর্তিতে ঘটনাটি 'অনাকাঙ্খিত ও অনভিপ্রেত' এমন বিবৃতি দিয়ে দায় এড়ানোর চেষ্টাও লক্ষণীয়।"
"উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন করা নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য" বলেও মনে করে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, "একইসঙ্গে ভিন্নমত পোষণকারীদের মামলা দিয়ে হয়রানির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবার গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় রাষ্ট্র ও সরকার কার্যকর ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট সব অংশীজন সহনশীলতার পরিচয় দেবে এমন প্রত্যাশাও করে টিআইবি।"