গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, আওয়ামী সন্ত্রাসী-দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং গাজীপুরের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এছাড়াও গাজীপুরের পুলিশ এবং জেলা প্রশাসনের দ্রুত পরিবর্তনের দাবিও জানানো হয়েছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা, তাতে এতে যোগ দেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমও।
এদিকে শনিবার রাত থেকে গাজীপুরসহ সারাদেশে 'সন্ত্রাসীদের' আইনের আওতায় আনতে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন ডেভিল হান্ট'।