×

জাতীয়

ক্যানভাসে বিমূর্ত নারী মন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম

ক্যানভাসে বিমূর্ত নারী মন

শিল্পী নাজমুন নাহার রহমান অ্যাক্রেলিক ও মনোপ্রিন্টের ক্যানভাসে ২৪টি ছবিতে চিত্রিত করেছে শহুরে নারী মন৷

   
  • শিল্পী নাজমুন নাহার রহমানের একক প্রদর্শনী শুরু 

কাঠামোবদ্ধ নগর জীবনে এক নারী তার প্রকৃতিকে আবিষ্কার করেন নগরনাব্যের নতুন অধ্যায়ে। মাতৃত্বের নানা পর্বে প্রকৃতির সঙ্গে নারীর অবিচ্ছেদ্য যোগসূত্র ধরা দেয় আলোছায়ার বিচিত্র খেয়ালে৷ কখনো সুরেলা পাখি, কখনো শহরতলি ছুঁয়ে যাওয়া ছোট্ট নদী কিংবা শহরের শেষে খোলা প্রান্তর; শহুরে নারী বিমুগ্ধ হন প্রকৃতির নানা অনুষঙ্গে৷ শিল্পী নাজমুন নাহার রহমান অ্যাক্রেলিক ও মনোপ্রিন্টের ক্যানভাসে ২৪টি ছবিতে চিত্রিত করেছেন শহুরে নারী মন৷ 

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে শুরু হয়েছে তার প্রথম একক চিত্র প্রদর্শনী 'প্রবাহমান দৃষ্টিভঙ্গি।' 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুন নাহার বলেন, এ প্রদর্শনীর আয়োজন নিয়ে গত দুই বছর থেকে ভাবছিলাম৷ এর আগে ভারত, জাপান, ফ্রান্স, নেপাল, যুক্তরাষ্ট্রে দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছিলাম৷ এবার ভাবলাম, একক প্রদর্শনী করা যাক৷ 'প্রবাহমান দৃষ্টিভঙ্গি' প্রদর্শনী নিয়ে শিল্পী বলেন, আমার বেড়ে উঠার সবটুকু এই শহরে৷ গ্রামের খুব স্মৃতি নেই৷ এ শহরে এত দিন ধরে আছি৷ এখানেই আমার মাতৃত্বের শুরু৷ তাই এ শহরে আমার দেখা জীবনটাকে রঙিন ক্যানভাসে চিত্রিত করতে চেষ্টা করেছি৷ 

নাজমুন নাহার ২০টি ছবি অ্যাক্রেলিকের ক্যানভাসে ও চারটি ছবি মনোপ্রিন্টের ক্যানভাসে এঁকেছেন৷ কিউবিজম ও ইমপ্রেশেনিলিজম- এ দুই ফর্মে তিনি এঁকেছেন 'উইমেন উইথ চিলড্রেন', 'উইমেন উইথ ফ্লাওয়ার', 'ফ্রিডম অব উইমেন', 'লকড ড্রিমস', বিহাইন্ড দ্য মাইন্ডস', 'লাভ ফর আরবানস' ছবিগুলো৷

নাজমুন নাহার বলেন, উনিশ শতকের শুরু থেকে মডার্ন আর্টের শুরু৷ তখন চিত্রকলায় আধুনিকতা ফুটিয়ে তুলতে শিল্পীরা কিউবিজমের চর্চা শুরু করেন৷ সমসাময়িক ঘটনাবলী ক্যানভাসে ফুটিয়ে তুলতে তখন এ ফর্মের আশ্রয় নিয়েছি আমি৷ 

নাজমুন নাহারের এই প্রদর্শনী দেখতে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী ও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক মোস্তাফিজুল হক৷ 

শিল্প সমালোচক জাহিদ মুস্তাফা বলেন, লোকনকশার নানা জ্যামিতিক গড়নের প্রতি নাজমুন নাহারের ঝোঁক লক্ষ্য করা গেছে। চিত্রপটে রং প্রয়োগেও লোকশিল্পীর পছন্দসই বর্ণলেপনেই তার অধিক আস্থা। এ প্রদর্শনীর কাজগুলো লোকজ অঙ্কনরীতিতে তিনি এঁকেছেন নারী অবয়ব, মা ও শিশুর ফর্ম, পাখ-পাখালি, মাছ, কুলসহ ফুলগাছ প্রভৃতি। আদিযুগের শিল্পরূপের সঙ্গে তাঁর কাজের অন্তমিলও পাওয়া যায়। দৃশ্যমান শিল্পের সঙ্গে বসবাসের মধ্য দিয়ে একপ্রকার আত্মকথন তার কোনো কোনো কাজে প্রতিভাত হয়েছে। আবার প্রকৃতির ছন্দকে তিনি নকশার বুননে তুলে এনেছেন বর্ণিল রূপে। এক্ষেত্রে তাঁর নকশাপ্রধান কাজগুলো সিন্দময় রৈখিক ও পরিচ্ছন্ন। 

আগামী বুধবার পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত আটটা অবধি প্রদর্শনী উন্মুক্ত থাকবে এ প্রদর্শনীর দুয়ার৷ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App