৬ সংস্কার কমিশন থেকে ২ হাজার সুপারিশ: উপদেষ্টা আসিফ নজরুল

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম

আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, দেশের সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কিছু সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করা হবে। এছাড়া, ছয়টি সংস্কার কমিশন ২ হাজার সুপারিশ দিয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আসিফ নজরুল এ কথা বলেন।
আসিফ নজরুল বলেন, অযথা কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই।
এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত প্রথম ধাপের ছয় কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট ও সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে ছয় কমিশনের সর্বসম্মত সুপারিশমালা এখনো ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।