আয়নাঘর সন্ধানে ফায়ার সার্ভিস, তোলা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের পানি

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পাশে নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি তোলার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে এই ভবনের আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান মেলে।
আন্দোলনকারীরা এটিকে 'অয়নাঘর' বলে দাবি করেন। এই দাবির পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পানি অপসারণের কাজ শুরু করে।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, আমরা শুধু নিচে জমে থাকা পানি সরাচ্ছি, এর বাইরে কিছু দেখিনি।
পানি মূলত বৃষ্টির পানি হতে পারে। তবে এখানে আড়াই লাখ লিটার পানি জমে আছে বলে ধারণা করা হচ্ছে। ভবনটি নতুন এবং এখনো নির্মাণাধীন, পানির স্তর দেখে পুরনো পানি বলে মনে হচ্ছে না। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট বর্তমানে পানি সরানোর কাজে নিয়োজিত রয়েছে।
এর আগে গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধা সাড়ে ৭টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে আন্দোলনকারীরা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলে দলে মিছিল নিয়ে এসে জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরে।
এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। পরে রাত ৮টা নাগাদ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন আন্দোলনকারীরা। পরে এক পর্যায়ে নির্মাণাধীন এই ভবনের নিচে আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পায় ছাত্র-জনতা।