ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ থেকে

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২১ এএম
-67a98cdf80b2b.jpg)
ছবি: সংগৃহীত
গত ৩১ ডিসেম্বরের পর আবারো ট্রাকে করে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রবিবার (৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রমজান উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
টিসিবি জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ঢাকা মহানগরী ও চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এ কার্যক্রম পর্যায়ক্রমে অন্য শহরেও চালু হবে।
খোলা ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, চিনি ৭০ টাকা, মশুর ডাল ৬০, ছোলা ৬০ ও খেজুর ১৫৫ টাকা কেজি দরে বিক্রি হবে। নির্ধারিত স্থানের ট্রাক থেকে এসব পণ্য সবাই কিনতে পারবে। এ ছাড়া ফ্যামিলি কার্ডের মাধ্যমেও পণ্য কেনা যাবে। এ ছাড়া টিসিবি এ মাসে নতুন ছয় লাখ স্মার্ট কার্ড বিতরণ করবে।
নিত্যপণ্যের অস্বাভাবিক দামের কারণে গত বছরের ২৪ অক্টোবর থেকে ঢাকা মহানগরের ৫০টি ও চট্টগ্রাম মহানগরের ২০টি স্থানে টিসিবি পণ্য বিক্রি শুরু করে। পরে একই বছরের এই কার্যক্রম বন্ধ করা হয়। এক মাস পর সেই কার্যক্রম আবার শুরু হতে যাচ্ছে।