×

জাতীয়

আসন্ন নির্বাচনে কারচুপির সুযোগ থাকবে না: ইসি আনোয়ারুল

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম

আসন্ন নির্বাচনে কারচুপির সুযোগ থাকবে না: ইসি আনোয়ারুল

ছবি: ভোরের কাগজ

   

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যেই প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোন বিকল্প নেই। দেশে একটি গ্রহনযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক নেতারাসহ বিভিন্ন মহলের সহায়তা কামনা করেন তিনি। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শিবালয়ের নালী কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, সবার চাহিদানুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে। পেছনে ফেরার কোন সুযোগ নেই।

সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের

ভিত্তিতে যে বিষয়গুলো আসবে সেগুলোই বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারচুপি করার সুযোগ থাকবে না।

এ সময় নির্বাচন কমিশনের একান্ত সচিব মো. কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুস আলী, মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিমুদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানিকগঞ্জের নির্বাচনী ৪ আসন পুনর্বিন্যাসের দাবিতে স্থানীয় বিএনপি নেতারা ও জনপ্রতিনিধিরা একাধিক আবেদনপত্র তুলে দেন ইসির হাতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App