অপারেশন ডেভিল হান্টে আরো ৫৬৬ জন গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম

ছবি: সংগৃহীত
দেশজুড়ে চলমান যৌথবাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরো ৫৬৬ জন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আলোচ্য সময়ে অন্যান্য মামলায় আরো ১০৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত একদিনে
অপারেশন ডেভিল হান্টে দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, আর কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার রাতে গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন আহত হন। তাতে উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক পরিস্থিতিও।
ওই ঘটনার পর পরদিন শনিবার রাত থেকেই সারাদেশে যৌথ অভিযান 'অপারেশন ডেভিল হান্ট' শুরুর ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে ধরপাকড় শুরু হয়। সেই থেকে টানা ৫ দিন এ কর্মসূচি চলছে।