আয়নাঘর নিয়ে নির্লজ্জ অবস্থান নিচ্ছে ফ্যাসিবাদীরা: উপদেষ্টা আসিফ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৬ পিএম

ছবি: সংগৃহীত
পুরো বিশ্ববাসী যখন 'আয়নাঘর' দেখলো, তারপরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আগের দিন (বুধবার) অন্তর্বর্তী সরকার নির্বাচিত সুনির্দিষ্ট কিছু গণমাধ্যম ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে 'আয়নাঘর' নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শনের বিষয়ে কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, কিন্তু সেটা করে (অস্বীকার করে) কোনো লাভ হবে না। কারণ ইতোমধ্যে জুলাই অভ্যুত্থানে তাদের গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে। আয়নাঘরও আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড ও প্রকাশিত হবে।
উপদেষ্টা বলেন, ফলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি, যারা গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে।
এসময় নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, শুধু রুমের ভেতরে ছাড়া আর কোথাও আমার চোখ খোলা হয়নি।