১৩ ফেব্রুয়ারি: সারাদিন যা যা ঘটলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৪ পিএম

ছবি: সংগৃহীত
ড. ইউনূসকে ইউএই স্বাস্থ্যমন্ত্রী, ‘আমরা আপনার মতো ব্যক্তির কাছ থেকে শিখি’
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) স্বাস্থ্যমন্ত্রী আব্দুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
‘আল্লাহ চাইলে রেকর্ডের পর রেকর্ড হয়’, সেঞ্চুরি করে রিজওয়ান
কখনোই সাড়ে তিনশ'র বেশি রান তাড়ায় জয়ের রেকর্ড ছিল না পাকিস্তানের। ফলে, লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই মানসিকভাবে বেশ চাপে ছিল দ্য গ্রিন ম্যানরা। এতে দলীয় তিন অঙ্ক ছোঁয়ার আগেই তিন উইকেট খুইয়ে ফেলে স্বাগতিকরা। খানিকটা ব্যাকফুটে চলে গেলেও মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষমেশ জিতেছে পাকিস্তান।
মায়ের মামলায় মেয়ের প্রেমিক কারাগারে, মেয়ে থানা হেফাজতে
নিখোঁজের ছয় দিন পর রাকিবুল ইসলাম রাকিব ও লুবনা মনি নামে দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব। তারা কেরানীগঞ্জের বাঘাপুর স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।
সরকার কি চাপের কারণে নির্বাচনের দিকে এগোচ্ছে?
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস পাওয়ার পরও অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে বাংলাদেশব্যাপী সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। তবে ভিন্ন অবস্থানে জামায়াতে ইসলামী। তারা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরি করতে চায় না।
প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশন গঠন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এ কমিশনের সদস্য হিসেবে ৬টি কমিশনের প্রধানরা রয়েছেন। কমিশনটি ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধানের সঙ্গে মোদির বৈঠক, যা নিয়ে আলোচনা
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দাপ্রধান তুলসি গ্যাবার্ডের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বুধবার (১২ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানের না হলে তথ্য দেবে না জাতিসংঘ
ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত ও সমন্বিত কৌশলের মাধ্যমে নৃশংসতা চালিয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশেই চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে।