×

জাতীয়

যেকোনো মূল্যে উত্তম নির্বাচন করতে ডিসিদের বার্তা দেয়া হবে: ইসি আনোয়ারুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৮ পিএম

যেকোনো মূল্যে উত্তম নির্বাচন করতে ডিসিদের বার্তা দেয়া হবে: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার

   

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যেকোনো মূল্যে ভালোভাবে করার জন্য নির্বাচন কমিশন (ইসি) ডিসিদের বার্তা দেবে। তিনি বলেন, ইসি বিশ্বাস করে, এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে, ইনশাহআল্লাহ।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে এ নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, এবার ইসি একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এ নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই।

“একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যেকোনো মূল্যে একটি করতে হবে- এ মেসেজটি আমরা (ডিসিদের) দেয়ার চেষ্টা করব।”

আজ (রবিবার) তিন দিনের জেলা প্রশাসক-ডিসি সম্মেলন শুরু হয়েছে। নির্বাচন কমিশনকে প্রথমবারের মত এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিব ডিসিদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেয়ার কথা রয়েছে।

সে দিন সন্ধ্যায় সম্মেলনে নির্বাচন কমিশনের জন্য একটি অধিবেশন রাখা হয়েছে তুলে ধরে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “এখানে আমাদের বার্তা থাকবে- যেহেতু ইসির কাজ হল নির্বাচন করা, আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন, জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব (রিটার্নিং অফিসার) পালন করেন। পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনী থাকে।”

তিনি বলেন, মাঠ প্রশাসন যাতে নির্বাচন কমিশনের নির্দেশনা প্রতিপালন করে সে বিষয়ে কঠোর তাগিদ দেয়া হবে।

দল নিরপেক্ষ রিটার্নিং অফিসার বা ডিসি নিয়োগের বিষয়ে এ নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণা করার পর নির্বাচন কমিশন যদি মনে করে কোনো জেলায় নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, কমিশন কঠোরভাবে সে সিদ্ধান্তে অটল থাকবে।

নির্বাচন কমিশন নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি তুলে ধরে আনোয়ারুল ইসলাম বলেন, প্রয়োজনে কমিশন এ বিষয়ে পরীক্ষামূলক কার্যক্রম চালাতে পারে।

মাঠ প্রশাসন যেন কোনো খারাপ উদাহরণ সৃষ্টি করতে না পারে সে বিষয়েও নির্বাচন কমিশনের নজর রয়েছে তুলে ধরেন।  তিনি বলেন, “ইতোপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এ মাঠ প্রশাসনকে দিয়েই নির্বাচনগুলো হয়েছে। সুতরাং, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেসার থাকবে না; কোনো ধরনের প্রভাব থাকবে না।

“সেহেতু আমরা আশাবাদী এবারও সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে। এতে করে কেউ সাহস পাবে না (খারাপ কাজ করার), আমাদের সমানে ভালো উদাহরণও রয়েছে, খারাপ উদাহরণও রয়েছে। কমিশন বিশ্বাস করে, এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা হবে, ইনশাহআল্লাহ।”

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের পতন ঘটে। আন্দোলন দমাতে হত্যা, গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী-এমপিদের অনেককেই বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।

এমন প্রেক্ষাপটে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছে অনেক দল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App