আজ টিকা নিলেন ১ লাখ ৬৯ হাজার ৩৫৩ জন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:০৮ পিএম
গণটিকা কার্যক্রমের অষ্টম দিনে টিকা নিলেন এক লাখ ৬৯ হাজার ৩৫৩ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১২ হাজার ৮৪৮ আর নারী ৫৬ হাজার ৫০৫ জন। অন্যদিকে রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৬ টা ৫ মিনিট পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন ১৭ লাখ ৪৬ হাজারের কিছু বেশি।স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।
রোববার পর্যন্ত টিকা গ্ৰহীতার মোট সংখ্যা ৯ লাখ ৬ হাজার ৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ লাখ ২৬ হাজার ৪৬৯ জন আর নারী ২ লাখ ৭৯ হাজার ৫৬৪ জন।
দেশে করোনা সংক্রমণের ১১ মাস পর গত ৭ ফ্রেব্রুয়ারি গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। রাজধানীসহ সারাদেশে প্রথম দিনের কর্মসূচিতে ৩১ হাজার ১৬০ জন টিকা নেন। এর মধ্যে ঢাকা মহানগরে টিকা নেন ৫ হাজার ৭১ জন। গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) টিকা কার্যক্রম বন্ধ ছিলো। তবে সেদিন অনলাইনে টিকা গ্রহণে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন কার্যক্রম ঠিকই চলে।