প্রধানমন্ত্রীকে প্রথম খবর দেন শেখ রেহানা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৭ পিএম

প্রধানমন্ত্রীর পাশে শেখ রেহানা/ফাইল ছবি
সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের শেষদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশে উত্তরণের খরব আমাকে কে জানিয়েছে, জানেন? সর্বপ্রথম আমাকে এ খবর দেয় শেখ রেহানা।
শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এসময় তাঁর পাশেই ছিলেন ছোট বোন ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।
সাধারণত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে শেখ রেহানা উপস্থিত থাকেন না। তবে শনিবার জাতিকে সুখবর দিতে বড়বোন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন শেখ রেহানা। প্রধানমন্ত্রী আরও বলেন, শেখ রেহানার কাছ থেকে অনবরত আমার কাছে খবর আসতে থাকে। এবং সে আমাকে সেদিন রাত সাড়ে ৯টার দিকে আমাকে খবর দেয়।