৮৩৬ একর বেদখলী বনভূমি উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ০৮:১১ পিএম

ফাইল ছবি
দেশের হাজার হাজার একর বনভূমি বেদখলী হয়ে আছে, তার মধ্যে ৮৩৬ একর জমি দখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
কমিটির ১৯তম বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার (১৫ মার্চ) কমিটি সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য পরিবেশন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, নাজিম উদ্দিন আহমেদ, তানভীর শাকিল জয়, জাফর আলম, মোঃ রেজাউল করিম বাবলু, খোদেজা নাসরিন আক্তার হোসেন এবং মোঃ শাহীন চাকলাদার বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে দেশের বিভিন্ন বনাঞ্চলে জবরদখলকৃত বনভূমি উদ্ধারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। এ বিষয়ে কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলের ৮৩৬ একর ভূমি উদ্ধার করা হয়েছে মর্মে বৈঠকে অবহিত করা হয়।