বিমানবন্দরে কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২১, ০৭:৪০ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিমানবন্দরে পৌছালে ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। ছবি: ভোরের কাগজ
দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ গ্রহণ করতে এসে চোখের জল ধরে রাখতে পারলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদের মরদেহ গ্রহণের সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় মওদুদ আহমেদের মরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর গেটে পৌছায়। [caption id="attachment_272257" align="alignnone" width="695"]
কান্না বিহ্বল কণ্ঠে মির্জা ফখরুল বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদের চলে যাওয়া দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। গণতান্ত্রিক আন্দোলন জোরদার করে তার শূন্যতা পূরণ করা হবে ।
তার চলে যাওয়া শুধু বিএনপি নয়, সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, জয়নাল আবদীন ফারুক, বজলুল করিম চৌধুরী আবেদ, ইশরাক হোসেন, তবে কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।