হাসপাতালে ভর্তি ভাষাসংগ্রামী আহমদ রফিক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ মার্চ ২০২১, ০৭:০৮ পিএম

আহমদ রফিক। ফাইল ছবি
রবীন্দ্রগবেষক প্রাবন্ধিক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার (১৮ মার্চ) দিবাগত রাতে বিছানা থেকে পড়ে গিয়ে কোমর ও মাথায় আঘাত পান। রাজধানীর গ্রিনরোডের গ্রিনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি।
জানা যায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বাথরুমে যাওয়ার জন্য বিছানা থেকে উঠতে গিয়ে পড়ে তার মাথা ফেটে যায়। মেরুদণ্ডের হাড়ও নড়ে গেছে। অস্ত্রোপচার লাগতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত ২৫ ফেব্রুয়ারি থেকে আহমদ রফিকের শারীরিক অবস্থা তেমন ভালো নয়। কোমরে প্রচুর ব্যথা ছিল, উঠতে-বসতে সমস্যা হতো। চিকিৎসকের পরামর্শে যেসব ওষুধ দেওয়া হয়েছিল, চোখে ঠিকমতো দেখতে না পাওয়ায় ওষুধগুলোও মাত্রাতিরিক্ত ব্যবহার করে ফেলেন। ফলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। মাঝে একদিন তিনি কাউকেই চিনতে পারছিলেন না। এরপরই ঘটল এই ঘটনা ।