ভারত-বাংলাদেশ মিতালী এক্সপ্রেস উদ্বোধন ২৭ মার্চ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৩:২০ পিএম

ফাইল ছবি

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফাইল ছবি
আগামী ২৭ মার্চ ঢাকা-জলপাইগুড়ি আন্ত:দেশীয় নতুন ট্রেন মিতালী এক্সপ্রেসের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সোমবার (২২ মার্চ) রেলভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রেলমন্ত্রী বলেন, সেদিন দুই দেশের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি নতুন ট্রেনটির শুভ সূচনার ঘোষণা করবেন। পরে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটিতে চলাচল শুরু হবে।
তিনি জানান, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্ভাব্য ৪টি নাম পাঠিয়েছিলাম, তিনি তার মধ্যে মিতালী নামটি পছন্দ করেন। যা ভারতীয় রেলওয়ে সম্মতি দিয়েছে।
ট্রেনটি ঢাকা থেকে চিল্লাহাটি হয়ে ভারতে প্রবেশ করবে। তারপর নিউ জলপাইগুড়ি গিয়ে থামবে। এটি সপ্তাহে দুদিন যাবে আবার দুদিন ফিরে আসবে। এটি ভারত বাংলাদেশের মধ্যে তৃতীয় চলাচলকারী যাত্রীবাহী ট্রেন। ট্রেনটি ৯ ঘণ্টার মতো সময় লাগবে যেতে, এর ভাড়া নির্ধারণ করা হয়েছে ভ্রমণ করসহ ২৭০০ টাকা।