×

জাতীয়

রাজনগরে মেডিকেল ক্যাম্পে সেবা পেল ৩ শতাধিক মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ০১:২৩ পিএম

রাজনগরে মেডিকেল ক্যাম্পে সেবা পেল ৩ শতাধিক মানুষ

মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন ডা. বর্ণালী দাস।

   
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অগ্রণী ব্যাংক ৩ শতাধিক মানুষকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। অগ্রণী ব্যাংক চৌধুরীবাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে মঙ্গলবার (২৩ মার্চ) রাজনগর উপজেলার মনসুরনগরে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য খিজির মিয়া এবং সাংবাদিক আহমদ উর রহমান ইমরান। সঞ্চালনা করেন চৌধুরীবাজার এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা মিফতাউর রহমান নাহিদ। ৪ সদস্যের এই মেডিক্যাল টিমের নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাস। অনুষ্ঠানে ডা. বর্ণালী দাস বলেন, চিকিৎসা সকল নাগরিকের সাংবিধানিক অধিকার। সরকার নাগরিক অধিকার বাস্তবায়নে জেলা উপজেলা এমন কি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বৈশ্বিক মহামারি করোনার এই কঠিন সময়ে সবাইকে মাস্ক পরিধানের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, অগ্রণী ব্যাংক মৌলভীবাজার শাখার ম্যানেজার অফিসার মো. লুৎফুল মজিদ ও অগ্রণী দুয়ার ব্যাংকের সিলেট বিভাগীয় কর্মকর্তা মোসাদ্দেক হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা আক্তার, ডা. মো. শাহিন ভূঁইয়া ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মেডিকেল অফিসার টমাস দে টিটু, মহলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিছউর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রহমান সোহেল, রাজনগর ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মনসুর আহমদ, অগ্রণী ব্যাংকের চৌধুরীবাজার এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক মিছবাহুর রহমান এবং স্বপ্নের ঢেউ ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তৌফিক আলম নাইম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App