জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা মূর্খতার শামিল: স্থানীয় সরকারমন্ত্রী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ০৩:২৯ পিএম

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই মহান স্বাধীনতার ঘোষক উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম (এমপি) বলেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা মূর্খতার শামিল। কোন একজন বিবেকবান মানুষ কখনোই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে পারেন না।
বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ ও অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শুরুর আগে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।