রাজধানীর থানায় এবার বাঙ্কার, লাইট মেশিনগান পাহারা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১, ০১:০২ এএম

সোমবার রাজধানীর একটি থানার সামনে বাঙ্কার থেকে লাইট মেশিনগান হাতে পুলিশের টহল। ছবি: ভোরের কাগজ

সোমবার রাজধানীর একটি থানার সামনে বাঙ্কার থেকে লাইট মেশিনগান হাতে পুলিশের টহল। ছবি: ভোরের কাগজ
হেফাজতে ইসলামের বেশ কয়েকজন শীর্ষ নেতা গ্রেপ্তারের পর নৈরাজ্যের আশঙ্কায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল ও সবুজবাগসহ বেশকয়েকটি থানায় বাঙ্কার তৈরি করা হয়েছে। এগুলোতে ২৪ ঘণ্টা লাইট মেশিন গান তথা এলএমজি নিয়ে পুলিশ সদস্যদের ডিউটি করতে দেখা গেছে। পাশাপাশি টহল জোরদারের মাধ্যমে থানার আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ বলছে, সারাদেশের থানাগুলোতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে বাঙ্কার তৈরি করা হয়েছে। ঢাকার প্রায় সব থানায়ই নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সব থানার নিরাপত্তা বৃদ্ধির নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। থানার আশপাশে ২৪ ঘণ্টা টহলের নির্দেশনা দেন তিনি।