হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা বাবুনগরীর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১১:২৪ পিএম
হেফাজতে ইসলামের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। ভবিষ্যতে আহ্বায়ক কমিটির মাধ্যমে নতুন করে কমিটি গঠন হবে বলে জানিয়েছেন তিনি। রোববার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।
জুনায়েদ বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ পূর্ব এশিয়ার অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ কিছু নেতার পরামর্শে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। ভবিষ্যতে আহ্বায়ক কমিটির মাধ্যমে এ সংগঠনটির কার্যক্রম শুরু হবে।
হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক একজন অঘটন ঘটন পটিয়সী। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া একাধিক নারী সঙ্গের কারণে সম্প্রতি টক অব দ্য কান্ট্রি তিনি। জান্নাত আরা ঝর্ণা ছাড়াও আরেক মাদ্রাসা শিক্ষিকার সঙ্গে তার অনৈতিক সম্পর্কের একাধিক অডিও কল রেকর্ড ফাঁস হয়। কথিত আন্দোলনে হেফাজতের ১৭ জন নেতাকর্মীর মৃত্যুর রেশ না কাটতেই ডিভোর্সী নারী নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁর রয়েল রিসোর্টে অবকাশ যাপনে গিয়ে তিনি নতুন বিতর্কের জন্ম দেন। প্রথম স্ত্রী ছাড়াও আরো দুই নারীকে স্ত্রী হিসাবে দাবি করলেও এর আইনী ভিত্তি নেই। তবে টাকার জোরে অনেক নারীকে তিনি ‘বশ’ করলেও সেই টাকার উৎস্য নিয়ে প্রশ্ন রয়েছে। গত সপ্তাহের রবিবার (১৮ এপ্রিল) দুপুরে তাকে মোহাম্মদপুরের মাদাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
একাধিক সূত্র মতে, মামুনুলের আয়ের উৎস্য নিয়ে রহস্য রয়েছে। শুধুমাত্র মাদ্রাসায় শিক্ষকতা করে এতো টাকার মালিক হওয়া যায় না বলে খোঁদ হেফাজত নেতারা দবি করেছেন। ওয়াজ মাহফিলের মাধ্যমে টাকা আয় ছাড়াও বিদেশী একাধিক এনজিও এবং সংস্থার মাধ্যয়ে তার আয় রয়েছে বলে জানা গেছে। তার ওই আয় অপ্রদর্শিত।
শাপলা চত্ত্বরের তান্ডবে মামুনুল হকের উত্থান। এরপর বায়তুল মোকাররমের তোণ্ডবে হুকুমের আসামি হয়ে তার পতনের পথ উন্মুক্ত হতে থাকে। মোদির সফরকে ইস্যু করে মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের লেলিয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করা অপচেষ্টা এবং সরকার উৎখাত করে ক্ষমতা দখলেরও স্বপ্ন দেখছিলেন এই হেফাজত নেতা। রিমান্ডে থাকা মানুনুল এরই মধ্যে পুলিশের কাছে এমন কথা স্বীকার করেছেন। তিনি পুলিশকে আরও বলেছেন, পাকিস্তানী জঙ্গিদের সঙ্গে তার যোগাযোগা আছে। রাজধানীর তেজগাও থানার ডিসি হারুনুর রশিদ এই রবিবারেই এমন চাঞ্চলকর তথ্য জানান।