ঢাকা ক্লাবের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২১, ০৫:৪৫ পিএম



ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য মঙ্গলবার ১ হাজার প্যাকেট খাবার দেয় ঢাকা ক্লাব। ছবি: ভোরের কাগজ
দেশে চলমান করোনা সঙ্কটের মধ্যে দুই হাজার দরিদ্র, দুঃস্থ এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের মাঝে খাবার বিতরণ করেছে ঢাকা ক্লাব। মঙ্গলবার (১১ মে) বিকেল ৩টার দিকে ঢাকা ক্লাবে এ খাবার বিতরণ করা হয়। এ সময় ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল), ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
[caption id="attachment_283657" align="aligncenter" width="588"]
ঢাকা ক্লাবের পক্ষ থেকে ১০০০ দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য মঙ্গলবার বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছে প্যাকেট খাবার হস্তান্তর করা হয়। ছবি: ভোরের কাগজ[/caption]
ঢাকা ক্লাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দায়িত্ব ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ হয়ে ঢাকা ক্লাবের সদস্যরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) দরিদ্র পরিচ্ছন্ন কর্মীদের মাঝে বিতরণের জন্য ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিনের হাতে ১০০০ প্যাকেট খাবার তুলে দেন। পরে আরো ১০০০ দুঃস্থ ও দরিদ্রদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছে খাবার তুলে দেওয়া হয়।
