১২৫টি অসহায় পরিবারকে ত্রাণ দিল ‘পদক্ষেপ’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৬:৩৪ পিএম

পদক্ষেপের মোহাম্মদপুর আরবান ব্রাঞ্চের পক্ষ থেকে এ ত্রাণ বিতরন করা হয়। ছবি: ভোরের কাগজ
করোনা ভাইরাস মহামারীতে কর্মহীন ও অসহায় জেনেভা ক্যাম্পের ১২৫টি পরিবারের মধ্যে পূবালী ব্যাংকের আর্থিক সহায়তায় ত্রান বিতরণ করেছে ঢাকার মোহাম্মদপুরস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’। আজ রবিবার (২৭ জুন) পদক্ষেপের মোহাম্মদপুর আরবান ব্রাঞ্চের পক্ষ থেকে এ ত্রাণ বিতরন করা হয়।
ঢাকা জোনের জোনাল ম্যানেজার খন্দকার আবুল বাসারের সভাপতিত্বে যথাযথ স্বাস্থবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন এবং স্বাস্থ্য সামগ্রী হিসেবে ২টি সাবান ও ১০টি করে মাস্ক দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আদাবর ৩০ নং ওয়ার্ড কমিশনার আলহাজ্ব আবুল কাশেম, পূবালী ব্যাংকের রিং রোড শাখার শাখা ব্যাবস্থাপক জনাব আমিরুল ইসলাম, পদক্ষেপ এর মোহাম্মদপুর এরিয়ার এরিয়া ম্যানেজার সানোয়ার কবীর প্রমূখ।