ধামাকার প্রধান নির্বাহী সিরাজুলসহ তিনজন গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬ এএম

ফাইল ছবি

ধামাকার প্রধান নির্বাহী সিরাজুলসহ তিনজন আসামী
ই-কমার্স প্রতিষ্ঠান পরিচালনার নামে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ধামাকা শপিংয়ের প্রধান নির্বাহী সিরাজুল ইসলাম রানাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এদিন রানাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীতে একাধিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় রাজধানীর কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।
এএসপি ইমরান খান জানিয়েছেন, প্রতারণা ও অর্থ-আত্মসাতের অভিযোগে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা একটি মামলায় ধামাকা শপিংয়ের প্রধান নির্বাহীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।