রাজধানীর সুয়ারেজ খালে নিখোঁজ ব্যক্তি ছয় ঘণ্টা পর উদ্ধার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৫:০৬ পিএম

মিরপুরের সুয়ারেজ খালে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে
রাজধানীর মিরপুরের কালশী এলাকার ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজ খালে পড়ে নিখোঁজ এক ব্যক্তিকে ছয় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে তাকে উদ্ধার করা হয়।
বুধবার (১৩ অক্টোবর) সকালে মিরপুরের কালশী এলাকার ২২তলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের খালে পড়ে ওই ব্যক্তি নিখোঁজ হন। তখন থেকেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
এর আগে চট্টগ্রামে নালার পাশ হেঁটে যাওয়ার সময় পরে গিয়ে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়া। একদিন পর তার মরদেহ খুঁজে পাওয়া যায়। এর আগে ভারি বৃষ্টিতে বন্দরনগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হলে ২৫ আগস্ট সকালে মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী।