কুমিল্লায় হামলা: ইকবালসহ চারজন সাতদিনের রিমান্ডে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২১, ০২:২২ পিএম

চার আসামি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
কুমিল্লা নানুয়া দীঘিরপাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে বিশৃঙ্খলা সৃষ্টির কথা স্বীকার করেছেন ইকবাল হোসেনসহ চার জন। শনিবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে তারা এ স্বীকারোক্তি দেন।
তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, আমরা আদালতের কাছে অধিকতর তদন্তের স্বার্থে অভিযুক্তদের ১০ দিনের রিমান্ড আবেদন করি। তবে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তানভীর আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল কোরআন পূজামণ্ডপে রাখার বিষয়টি স্বীকার করেছেন। ওইদিন ইকবাল পূজামণ্ডপে কোরআন রেখে হনুমানের গদা নিয়ে চলে আসেন। পরে গদাটি একটি পুকুরে ফেলে দেন। তবে কোন পুকুরে গদাটি ফেলেছিল সে বিষয়ে তথ্য দিতে পারেননি।
আদালতে হাজির করা চার জন হলেন- মন্দিরে কোরআন শরীফ রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হসেন, পুলিশকে ৯৯৯ নম্বরে খবর দেয়া ব্যক্তি ইকরাম এবং মাজারের সহকারী দুই খাদেম হাফেজ হুমায়ূন ও ফয়সাল। আদালতে আসামিদের হাজিরা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এম তানভীর আহমেদ।