ভীতিকর পুতুলে ভরা গা ছমছমে বারান্দা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ০৮:১৫ পিএম

বারান্দা জুড়ে শুধু পুতুলের সমারোহ
থরে থরে সাজানো আছে পুতুল। পুতুলের চোখ দেখেই অনেকে ভয় পেয়ে যেতে পারেন। পুতুলগুলো এমনভাবে তাকিয়ে আছে যেন তারা এইমাত্র মৃত্যুবরণ করেছে।
ভেনিজুয়েলার রাজধানী কারাকাস শহরের অ্যাভেনিডা ইস্টে এলাকার ‘এল মুয়ের্তো’ নামক স্থানে একটি বারান্দায় এমন ভীতিকর উপায়ে পুতুলগুলো সাজিয়ে রাখা হয়েছে। খবর অডিটিসেন্ট্রালের।

দোতলা ভবন। ভূঁতুড়ে পরিবেশ। অনেকগুলো পুতুলের মধ্যে একবার গেলে ফিরে আসা সম্ভব নয়। তবে পর্যটকরা বলেন, পথ মনে রাখা ছাড়া এখানে পথ খুঁজে পাওয়ার কোনো উপায় নেই।

ভবনটি ইটানিস গোঞ্জালেজ নামে এক চিত্রশিল্পী নির্মাণ করেছেন। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। পুতুলে ভরা বারান্দায় তিনি নিয়মিত ছবি আঁকতেন।
https://youtu.be/aazmV4DAg4c