৫ বছরের বড় মিরান্দাকে বিয়ে করে প্রেমের শর্তপূরণ করলেন এনদ্রিক!

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

ছবি: সংগৃহীত
এক বছর আগেও তারা ছিলেন শুধু বন্ধু। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। তারপর মাত্র ১ বছরের মধ্যেই প্রেমের মিষ্টি সম্পর্ককে পরিণয়ে রূপ দিলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা এনদ্রিক ও মডেল গাব্রিয়েলি মিরান্দা। বয়সের পার্থক্য তাদের ভালোবাসায় কোনো বাধা হতে পারেনি। ২৩ বছর বয়সী মিরান্দা ১৮ বছরের এনদ্রিকের থেকে ৫ বছরের বড় হলেও তাদের সম্পর্কটি দাঁড়িয়ে ছিলো বোঝাপড়া, সম্মান আর ভালোবাসার শক্ত ভিতের ওপর।
তাদের সম্পর্কের শুরুটা হয়েছিল মজার কিছু শর্ত মেনে। মিরান্দা প্রথমে এনদ্রিককে কয়েকটি শর্ত দিয়েছিলেন, যা ছিল সম্পর্কের ভিত্তি হিসেবে। শর্তগুলো খুবই সরল, কিন্তু মজার—যেমন কোনো ধরনের নেশা করা যাবে না, আর আচরণে হুট করে কোনো পরিবর্তন আনা যাবে না। পাশাপাশি, যেকোনো ভুলের জন্য ‘জরিমানা’ হিসেবে প্রিয়জনকে উপহার দিতে হবে। একবার এনদ্রিক ভুল করার পর মিরান্দাকে একটি অ্যাপল হেডসেট দিয়েছিলেন, কারণ সেটা ছিল মিরান্দার প্রিয় জিনিসগুলোর একটি।
সম্প্রতি মিরান্দা বাইবেলের একটি অনুচ্ছেদ উদ্ধৃত করে ইন্সটাগ্রামে তাদের বিয়ের ঘোষণা দেন । সেখানে লেখা ছিল, তারা এখন আর দুই নেই, এক। ঈশ্বর যাদের এক করেছেন, কেউ তাদের আলাদা করতে পারবে না।
আরো পড়ুন: ভারতে ডোনাল্ড লুর বৈঠক, আলোচনায় যেসব বিষয় এলো
এনদ্রিক আর মিরান্দার প্রেমের এই গল্প প্রমাণ করে, বয়স কিংবা দূরত্ব নয়, সম্পর্কের মূল হলো গভীর ভালোবাসা ও পারস্পরিক সম্মান।