×

চিত্র বিচিত্র

হাইওয়েতে ১৩ ট্রাক চালককে খুন: অন্ধ্রপ্রদেশে 'মুন্নাভাই' সহ ১২ জনের ফাঁসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২১, ০৯:১৯ এএম

হাইওয়েতে ১৩ ট্রাক চালককে খুন: অন্ধ্রপ্রদেশে 'মুন্নাভাই' সহ ১২ জনের ফাঁসি

প্রতীকি ছবি

   

চাঞ্চল্যকর এক রায়দানের মাধ্যমে ভারতের অন্ধ্রপ্রদেশের অঙ্গোলের এক আদালত ১২ জন দুষ্কৃতিকারীর ফাঁসির সাজার রায় শোনাল। ১৩ বছর আগে চেন্নাই-কলকাতা হাইওয়েতে ৬ ট্রাক চালক সহ মোট ১৩ জনকে খুনের মামলায় মহম্মদ আব্দুল সামাদ ওরফে মুন্নাভাই সহ ১২ জন দুষ্কৃতিকারীর মৃত্যুদণ্ডের সাজা শোনাল অন্ধ্রপ্রদেশের আদালত। খবর হিন্দুস্তান টাইমসের।

অভিযোগ ছিল, চালক ও খালাসিদের খুন করে তাদের দেহ মাটিতে পুঁতে দিত মুন্নাভাই সহ ১২ জন দুষ্কৃতিকারী। এই অভিযোগের প্রেক্ষিতে ২০০৮ সাল থেকে এদের বিরুদ্ধে মামলা চলছে। এদিন রায়দানের সময় আদালতের পক্ষ থেকে বলা হয়, আসামীরা এমন ঘটনা ঘটিয়েছে, যা বিরল থেকে বিরলতম অপরাধ হিসেবেই গণ্য করা হবে। তাই তাদেরকে ফাঁসির আদেশ দেওয়া হল।

উল্লেখ্য, চেন্নাই-কলকাতা হাইওয়েতে ডাকাতি ও খুন করার তিনটি মামলা ছিল মুন্নাভাই ও তার গ্যাংয়ের বিরুদ্ধে। গ্যাংয়ের মাথা, মুন্নার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাও রয়েছে। ২০১৩ সালে মুন্না জামিনে ছাড়া পেয়ে কুর্নুলে চলে যায়। সেখানে সে এক ব্যবসায়ীকে খুন করার ছক কষেছিল। তারপর ২০১৪ সালে সে আবার গ্রেপ্তার হয়েছিল।

অভিযোগ, তারা প্রথমে লোহার রড দিয়ে মানুষদের আক্রমণ করতেন, তারপর তাদের থেকে সব কেড়ে বন্দুক দিয়ে গুলি করে মারতেন। ২০০৮ সালে তাদের বিরুদ্ধে আদালতে মামলা শুরু হয়। তাদের বিরুদ্ধে আরও অভিযোগ, প্রমাণ লোকানোর জন্য মৃতদেহগুলি মাটিতে পুঁতে দিত এই গ্যাং। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই প্রমাণিত হয়েছে। যার ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App