
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১২:১৪ এএম
আরো পড়ুন
রাইস মিলের বয়লার চাপায় নিহত ৩ শ্রমিক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৫ এএম
টাঙাইলের গোপালপুরে রাইস মিলের বয়লার চাপায় নিহত হয়েছেন তিনজন শ্রমিক।
নিহতদের পরিচয়- কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম। তারা সবাই ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ডুবাইল এলাকার একতা রাইস মিলে এ ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় আরও চারজন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছিলেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
টাঙাইলের গোপালপুরে রাইস মিলের বয়লার চাপায় নিহত হয়েছেন তিনজন শ্রমিক।
নিহতদের পরিচয়- কুড়িগ্রামের সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রামের করিম মোল্লার ছেলে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্মদের ছেলে নাঈমুল ইসলাম। তারা সবাই ওই রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
রবিবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ডুবাইল এলাকার একতা রাইস মিলে এ ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় আরও চারজন শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছিলেন।