স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে নতুনদের বরণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ১২:৩৬ এএম

ছবি: ভোরের কাগজ




জমকালো আয়োজনের মধ্য দিয়ে ষষ্ঠ ব্যাচের সকল নতুন শিক্ষার্থীকে বরণ করে নিয়েছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। শনিবার (১৫ই নভেম্বর) আইন বিভাগে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ফ্রেশারস রিসিপশনে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. ইউনুস মিয়া, আইন বিভাগের ডিন ব্যারিষ্টার সাজ্জাদ হোসেন, আইন বিভাগের চেয়ারম্যান ড.সেলিনা আক্তার, আইন বিভাগের কো-অর্ডিনেটর ব্যারিস্টার জাহিদ হাসান দোলন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এন এম আরিফুর রহমান, আইন বিভাগের ফ্যাকাল্টি মেম্বার লিজা দাস, ইসরাত জাহান এ্যানি, রোকেয়া আফরোজ, নাহিদ হাসান, আব্দুস সাত্তার, ব্যারিস্টার জুনায়েদ মোহাম্মদ হাসিব, শাহরিন সুলতানা, আব্দুল্লাহ আল আমানসহ প্রমুখ।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ফ্রেশারস রিসিপশনের প্রধান অতিথি প্রফেসর ড. ইউনুস মিয়া শিক্ষার্থীদের মাঝে আইনের গুরুত্ব ব্যাখ্যা করে মানবসেবা ও দেশে সুশাসন কায়েমে দেশের আইন মেনে চলার জন্য উপদেশ প্রদান করেন।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ও আয়োজনের সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন বলেন, শুধু জ্ঞান অর্জন নয় প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতার ওপর জোর দিতে হবে নিজের যে বিষয়ে আত্মবিশ্বাস রয়েছে সে বিষয় সম্পর্কে গভীরভাবে জানতে হবে এবং সে বিষয়ে নিজেকে দক্ষ করে তুলতে হবে।
আইন বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার বলেন, আমাদের শিক্ষার্থীরা এখন দেশের মাটিতেই নয় বহির্বিশ্বসহ প্রতিটি জায়গায় নিজেদের সফল প্রমাণ করেছে। নতুন অনুপ্রাণিত করে ছাত্র-ছাত্রীদের জন্যই শিক্ষকরা দাবি করে ছাত্রশিক্ষকের বন্ধনকে আরো দৃঢ় করতে বলেন।

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.এ এন এম আরিফুর রহমান বর্তমান সময়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ভালো ছাত্রছাত্রীর পাশাপাশি ভালো মানুষ হওয়ার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় অংশে আইন বিভাগের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রাহা মণি, তৌকিক রাইয়ান সাকিব, রিতম দত্ত, আশিক মীর, আর্টিকেল ব্যান্ডসহ অনেকে।