সংবাদ পাঠিকা থেকে নায়িকা বুবলি: রোমাঞ্চে ভরা জীবন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৭:১৪ পিএম

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ২০১৮ সালের ২০ জুলাই বুবলি ও শাকিবের বিয়ে হয়

এই মুহূর্তে ‘রিভেঞ্জ’, ‘মায়া: দ্য লাভ’, ‘প্রিয়তমা’, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘ক্যাসিনো’, ‘তালাশ’, ‘কয়লা’, ‘বিট্রে’, ‘লন্ডন লাভ’ সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ আছেন

বুবলি অভিনীত প্রথম সিনেমা ‘বসগিরি’। শোনা যায়, অপু বিশ্বাস স্বেচ্ছায় এই সিনেমায় অভিনয় থেকে সরে গেলে তাকে প্রস্তাব দেয়া হয়। বুবলি তাতে সায় দেন এবং শাকিব খানের বিপরীতে অভিনয় করেন

২০১৬ সালে তাদের এই প্রেম নিয়ে ঢালিউডে ওঠে গুঞ্জন। পরবর্তীতে তাদের বিয়ের পর এক ছেলের জন্ম হয়। ছেলের নাম শেহজাদ খান বীর। চলতি বছর ২৭ সেপ্টেম্বর ফেসবুকে প্রথমবারের মতো ছেলের ছবি প্রকাশ করেন বুবলি



বুবলির প্রকৃত নাম শবনম ইয়াসমিন বুবলি। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মেয়ে তিনি। শাকিব খানের সঙ্গে অভিনয়ে এসে তার সঙ্গেই শুরু হয় প্রেমের সম্পর্ক। এই সম্পর্কের কথা দীর্ঘ দিন গোপন ছিলো

এছাড়া, ‘শ্যুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়্যা’, ‘সুপারহিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’ সহ বেশ কয়েকটি জনপ্রিয় বাংলা সিনেমায় অভিনয় করে সফল হয়েছেন

সংবাদ পাঠিকা থেকে রাতারাতি চিত্রনায়িকা বনে যান শবনম বুবলি। খবর পড়তেন বাংলাভিশনে। সেখান থেকে ঢাকায় নায়ক শাকিব খানের হাত ধরে সিনেমার জগতে আসার কাহিনীটা আসলেই রঙিন












