চকবাজারে ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০১:১৮ পিএম

ফাইল ছবি
রাজধানীর চকবাজারে খাজে দেওয়ান লেন এলাকার একটি বাসায় ডাকাতিতে বাধা দেয়ায় ছুরিকাঘাতে হাজী মুনসুর আলী (৭৬) নামে এক বৃদ্ধকে হত্যা করেছে ডাকাতরা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
গুরুতর অবস্থায় হাজী মুনসুর আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সরোয়ার আহমেদ জানান, চকবাজারের খাজে দেওয়ান লেনের ৬৯/২ নম্বর বাসায় আমার বাবা একা ছিলেন। কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে লুট করার সময় আমার বাবা বাধা দিলে তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, বাসা থেকে প্রায় ২০ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।