×

পুরনো খবর

কুমিরের পা দিয়ে র‍্যামেন!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৪:৫২ পিএম

কুমিরের পা দিয়ে র‍্যামেন!

ছবি: সংগৃহীত

   

তাইওয়ানে কুমিরের মাংস দিয়ে তৈরি হচ্ছে ভিন্নধর্মী এক র‍্যামেন। মূলত কুমিরের পা আস্ত সেদ্ধ করে নুডলসের সঙ্গে মিশিয়ে প্রস্তুত করা হয় 'গডজিলা র‍্যামেন' নামের এ খাবার।

তাইওয়ানের ইউনলিনা কাউন্টির ডউলিউ সিটির উইচ ক্যাট রেস্তোরাঁয় খাবারটি তৈরি করা হচ্ছে। এক বাটি গডজিলা র‍্যামেন দাম ৫০ মার্কিন ডলার। খবর ডেলি মেইলের।

গডজিলা মূলত প্রাগৌইতিহাসিক যুগের ডাইনোসর টি-রেক্সকে কেন্দ্র করে তৈরি কমিক ও মুভি সিরিজ চরিত্র। এই বিষয়টি মাথায় রেখেই কুমিরের আস্ত পা থাকা র‍্যামেনটির নাম রাখা হয়েছে ‘গডজিলা র‍্যামেন’।

রেস্তোরাঁর মালিক চিয়েন জানান, র‍্যামেনটি তৈরিতে সাধারণত কুমিরের সামনের পায়ের মাংসই বেশি নেওয়া হয়। এছাড়াও সাথে কোয়েলের ডিম, শুকরের মাংস, বেবি কর্ন, শুকনো বাঁশের অঙ্কুর, ছত্রাক এবং মাছ ব্যবহার করা হয়।

তবে কুমিরের পা সহজলভ্য না হওয়ার এই খাবারটি বেশ সীমিত পরিমাণে তৈরি করা সম্ভব হয়। বহু চাহিদা থাকা সত্ত্বেও রেস্তোরাঁটির পক্ষ থেকে প্রতিদিন মাত্র দুই বাটি 'গডজিলা র‍্যামেন' পরিবেশন করা হয়।

ভিন্নধর্মী এ খাবারটি তৈরি করা বেশ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। প্রথমে কুমিরের পা ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর সেগুলো অ্যালকোহল এবং আদা, রসুন ও পেঁয়াজের সংমিশ্রণে তৈরি মশলার সাথে মেশানো হয়। পরবর্তীতে মিশ্রণটি রেস্তোরাঁটির তৈরি স্বতন্ত্র ঝোলে দুই ঘন্টা ধরে সিদ্ধ করা হয়। সব মিলিয়ে পুরো খাবারটি তৈরি হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

সোশ্যাল মিডিয়ায় নতুন এ খাবারটি ঘিরে তৈরি হয়েছে উন্মাদনা; নেটিজেনরা প্রকাশ করছেন মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, তারা কোনোভাবেই এই খাবারের স্বাদ নিতে চান না। আবার অনেকের বক্তব্য, এমনভাবে কুমিরের কাটা পা থাকা এ খাবারটি দেখলেই ভয় লাগছে।

রেস্তোরা মালিক চিয়েন বলেন, অনেক গ্রাহকই কুমিরের মাংসের স্বাদকে অনেকটা মুরগির মাংসের মতো বলেছেন। কিন্তু এটি অপেক্ষাকৃত আরও নরম ও স্থিতিস্থাপক। আমার কাছে মনে হয় স্বাদের দিক দিয়ে এটি অনেকটা মুরগির সেদ্ধ করা পায়ের মতো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App