গাইবান্ধায় তিন মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০১৮, ১২:১৪ পিএম

গাইবান্ধায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. জিমসহ তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পূর্বকোমরনই-শ্মশানঘাট এলাকার (নতুন ব্রিজের পূর্বপাশে) বাঁধে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তারা গুলিবিদ্ধ হন। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হন। হতাহত সবাইকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা পৌর এলাকার মহুরীপাড়া কাঠপট্টি এলাকার মো. জীম মিয়া, সরকারপাড়া এলাকার মো. সবুজ মিয়া ও ব্রিজ রোড এলাকার মো. মশিউর রহমান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, জিম তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার নামে মাদকের ৮টি মামলা রয়েছে। প্রথমে জিমকে গ্রেপ্তার করে তার দেয়া তথ্যমতে শুক্রবার রাতে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবুজ ও মশিউর পুলিশের উপর গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হয়।
এ সময় ঘটনাস্থল থেকে ১৩৫ পিস ইয়াবা, ২টি চাপাতি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।