
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ১০:৪২ এএম
আরো পড়ুন
জিলাপি পিঠা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ০৪:১৪ পিএম

উপকরণ : ময়দা ১ ১/২ কাপ, তরল দুধ ২ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, ডিম ১টা, লবণ সামান্য, তেল ১ ১/২ কাপ।
সিরার জন্য : চিনি ২ কাপ, পানি ১ ১/২ কাপ, এলাচ ১টা, দারুচিনি ১ টুকরা।
প্রস্তুত প্রণালি : দুধ গরম করে তাতে ময়দা বেকিং পাউডার ও লবণ দিয়ে খামির করে নিন। গরম খামিরেই একটা ডিম ভেঙে দিন, হাতে তেল মাখিয়ে আস্তে আস্তে ময়ান দিন, ভালো করে মথে নরম খামির তৈরি করুন। পাত্রে পানি চিনি এলাচ দারুচিনি দিয়ে চুলায় দিন, চিনি গলে গেলে নামিয়ে নিন। এবার খামির থেকে অল্প করে ময়দা নিয়ে পিঁড়িতে বেলে লম্বা দড়ির মতো করে নিন, এবার প্যাঁচ দিয়ে পিঠা বানান। ডুবো তেলে ভেজে নিন। তারপর সিরায় ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। তৈরি হয়ে যাবে জিলাপি পিঠা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

উপকরণ : ময়দা ১ ১/২ কাপ, তরল দুধ ২ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ, ডিম ১টা, লবণ সামান্য, তেল ১ ১/২ কাপ।
সিরার জন্য : চিনি ২ কাপ, পানি ১ ১/২ কাপ, এলাচ ১টা, দারুচিনি ১ টুকরা।
প্রস্তুত প্রণালি : দুধ গরম করে তাতে ময়দা বেকিং পাউডার ও লবণ দিয়ে খামির করে নিন। গরম খামিরেই একটা ডিম ভেঙে দিন, হাতে তেল মাখিয়ে আস্তে আস্তে ময়ান দিন, ভালো করে মথে নরম খামির তৈরি করুন। পাত্রে পানি চিনি এলাচ দারুচিনি দিয়ে চুলায় দিন, চিনি গলে গেলে নামিয়ে নিন। এবার খামির থেকে অল্প করে ময়দা নিয়ে পিঁড়িতে বেলে লম্বা দড়ির মতো করে নিন, এবার প্যাঁচ দিয়ে পিঠা বানান। ডুবো তেলে ভেজে নিন। তারপর সিরায় ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। তৈরি হয়ে যাবে জিলাপি পিঠা।