
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৯:৩৫ পিএম
আরো পড়ুন
ভাজা আইসক্রিম

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০১৯, ০৪:১৫ পিএম

উপকরণ : আইসক্রিম, ডিম ১টি, ব্রেড ক্রাম্ব, তেল ভাজার জন্য।
প্রণালি : স্কুপার দিয়ে আইসক্রিমকে বল আকারে স্কুপ করে ফ্রিজে রাখতে হবে সারারাত। এরপর ফেটানো ডিম ও ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। গড়িয়ে নেয়া স্কুপ আবার ফ্রিজে রাখতে হবে ৩/৪ ঘণ্টা। প্যানে ডুবো তেলে হাই হিটে ১০ সেকেন্ড আইসক্রিম স্কুপ ভেজে তুলতে হবে। এবার হুইপড ক্রিম, চেরি যা খুশি তা দিয়ে সাজিয়ে খেয়ে ফেলার পালা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

উপকরণ : আইসক্রিম, ডিম ১টি, ব্রেড ক্রাম্ব, তেল ভাজার জন্য।
প্রণালি : স্কুপার দিয়ে আইসক্রিমকে বল আকারে স্কুপ করে ফ্রিজে রাখতে হবে সারারাত। এরপর ফেটানো ডিম ও ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। গড়িয়ে নেয়া স্কুপ আবার ফ্রিজে রাখতে হবে ৩/৪ ঘণ্টা। প্যানে ডুবো তেলে হাই হিটে ১০ সেকেন্ড আইসক্রিম স্কুপ ভেজে তুলতে হবে। এবার হুইপড ক্রিম, চেরি যা খুশি তা দিয়ে সাজিয়ে খেয়ে ফেলার পালা।