
প্রিন্ট: ০৫ মে ২০২৫, ০২:২৭ পিএম
আরো পড়ুন
স্ট্রবেরি ইস্পাহান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০৩:৩১ পিএম

উপকরণ : আমন্ড পাউডার ৬০ গ্রাম, আইসিং সুগার ৮০ গ্রাম, ডিমের সাদা ৭৫ গ্রাম, চিনি ৩০ গ্রাম, লাল রং কয়েক ফোটা, হেভি ক্রিম ৩/৪ কাপ, আইসিং সুগার ২ টে চা।
প্রণালি : ডিমের সাদা এবং চিনি এবং কালার একসঙ্গে বিট করব স্টিফ হওয়া পর্যন্ত। এবার আইসিং সুগার ও আমন্ড পাউডার মিশাতে হবে স্প্যাটুলা দিয়ে। এরপর শেপ অনুযায়ী ৩০/৪০ মিনিট রেস্টে দিয়ে ওভেনে ১৩০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করতে হবে। এই মযাকারুন হয়ে গেলে ২টার মাঝে বিট করে রাখা হেভি ক্রিম ও ২ টে চা আইসিং সুগার দিব পাইলিংয়ের ব্যাগ দিয়ে। তার চারপাশে ফ্রেশ স্ট্রবেরি দিতে হবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

উপকরণ : আমন্ড পাউডার ৬০ গ্রাম, আইসিং সুগার ৮০ গ্রাম, ডিমের সাদা ৭৫ গ্রাম, চিনি ৩০ গ্রাম, লাল রং কয়েক ফোটা, হেভি ক্রিম ৩/৪ কাপ, আইসিং সুগার ২ টে চা।
প্রণালি : ডিমের সাদা এবং চিনি এবং কালার একসঙ্গে বিট করব স্টিফ হওয়া পর্যন্ত। এবার আইসিং সুগার ও আমন্ড পাউডার মিশাতে হবে স্প্যাটুলা দিয়ে। এরপর শেপ অনুযায়ী ৩০/৪০ মিনিট রেস্টে দিয়ে ওভেনে ১৩০ ডিগ্রিতে ২০ মিনিট বেক করতে হবে। এই মযাকারুন হয়ে গেলে ২টার মাঝে বিট করে রাখা হেভি ক্রিম ও ২ টে চা আইসিং সুগার দিব পাইলিংয়ের ব্যাগ দিয়ে। তার চারপাশে ফ্রেশ স্ট্রবেরি দিতে হবে।