×

পুরনো খবর

চাঁদপুরে মা ইলিশ না ধরতে জেলেদের অঙ্গীকার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ০৭:৪০ পিএম

   
চাঁদপুরের পদ্মা-মেঘনা বেষ্টিত দূর্গমচর রাজরাজেশ্বরের তিন হাজার জেলে অঙ্গীকার করেছেন তারা মা ইলিশ নিধন করবেন না। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের আয়োজনে এক সমাবেশে উপস্থিত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সামনে সমবেত জেলেরা এ অঙ্গীকার করেন। প্রজনন মৌসুমের এই সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করছিলেন কতিপয় জেলে। এমন খবরে নড়েচড়ে বসে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। দুপুরে দুর্গমচর রাজরাজেশ্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান, চাঁদপুর নৌপুলিশ থানার ওসি আবুল হাসিম প্রমুখ। এতে প্রায় তিন হাজার জেলে উপস্থিত ছিলেন। এ সময় প্রজনন মৌসুমে নদীতে নেমে ভুল করবেন না এবং মা ইলিশ আর নিধন করবেন না বলে প্রশাসনের কাছে অঙ্গীকার করেন তারা। জানা গেছে, চাঁদপুরে শুধু সরকারি তালিকাভুক্ত ৪২ হাজার জেলে রয়েছেন। এর মধ্যে ওই তিন হাজার রাজরাজেশ্বরের বাসিন্দা। এদিকে, চাঁদপুর সদর ও জেলার হাইমচরে পৃথক অভিযান চালিয়ে নৌ পুলিশের সহায়তায় প্রায় এক লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং দুই জেলেকে আটক করেছে ইলিশ রক্ষা টাস্কফোর্স কমিটি। পরে আটক দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। প্রসঙ্গত, গত এক থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ পাঁচটি অভয়াশ্রম, ইলিশ বিচরণ ও প্রজননের চারটি ক্ষেত্র এবং উপকূলে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় সবধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময় বিক্রয়, মজুদ ও পরিবহনও নিষিদ্ধ থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App