মুজিববর্ষ উপলক্ষে সাইকেল র্যালী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৪২ পিএম

চিকিৎসক সংসদ সদস্যদের সমন্বয়ে স্বাস্থ্য সেবা উপকমিটির সংবাদ সম্মেলন। ছবি: ভোরের কাগজ।
মুজিববর্ষ উদযাপন উপলক্ষে 'সুস্থ সবল জাতি গড়ি, মুজিব বর্ষ পালন করি' শ্লোগানে আগামী ২৪ মার্চ সাইকেল র্যালী করবে চিকিৎসক সংসদ সদস্যদের সমন্বয়ে স্বাস্থ্য সেবা উপকমিটি। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- উপকমিটির সদস্য সাবেক মন্ত্রী আ ফ ম রুহুল হক, এমপি আফছারুল আমীন, রুস্তম আলী ফরাজী, হাবিবের মিল্লাত, জাকিয়া নুর প্রমুখ।
তারা জানান, উক্ত র্যালী উদ্বোধন করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া ও চিফ হুইপ নূর এ আলম চৌধুরী প্রমুখ। মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে আড়ং মোড় - শংকর- জিগাতলা -সিটি কলেজ মোড়- মিরপুর রোড হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হবে। এতে ২০০০ জন অংশ নেবেন বলে কমিটি আশা প্রকাশ করেছে।