করোনাযুদ্ধে জীবন দিলেন আরো এক পুলিশ সদস্য

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুন ২০২০, ০৭:২৭ পিএম

মামুন উদ্দিন।
চলমান করোনায় জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে প্রাণ দিলেন বাংলাদেশ পুলিশের আরো এক সদস্য। করোনা যুদ্ধে জীবন বিসর্জনকারী সম্মুখযোদ্ধা এ গর্বিত পুলিশ সদস্য হলেন কনস্টবল মামুন উদ্দিন (২৭)। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৪ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার বাড়ি ফেনী জেলার পশুরাম থানার কালিকাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি বাবা, মা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও এক কন্যা সন্তানসহ বহু আত্মীয় -স্বজন রেখে গেছেন।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তার মরদেহ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১৭ জন সদস্য করোনা যুদ্ধে জীবন উৎসর্গ করলেন।