ক্রিম অ্যান্ড চিজি স্প্যাগেটি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ০৪:২৭ পিএম
স্প্যাগেটি রান্নায় আজ দেখাবো আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি ক্রিম অ্যান্ড চিজি স্প্যাগেটি যা খুব সহজেই তৈরি করা যায়। চলুন দেখে নেই এর প্রনালী টি ।
উপকরণ :
১. স্প্যাগেটি ৫০০ গ্রাম
২. রসুন কুচি ২ চা চামচ
৩. ক্রিম ১ কাপ
৪. চিজ গ্রেট করা ১ কাপ
৫. গোল মরিচ গুড়ো ১ চা চামচ
৭. লবন স্বাদমত
৮. তেল আধা কাপ
৯. পাস্তা বা ম্যাকারনী মসলা মিক্স ১ প্যাকেট
প্রনালী :
প্রথমে স্প্যাগেটি পানিতে সেদ্ধ করে নিন। এরপর প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে বাদামী করে ভেজে নিন। এবার ক্রিম ও চিজ দিয়ে নেড়ে নিন। লবন দিয়ে সেদ্ধ স্প্যাগেটি দিয়ে নাড়ুন। গোল মরিচ গুড়ো দিয়ে দিন। থকথকে হয়ে এলে পাস্তা মসলা মিক্স ছিটিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ক্রিম অ্যান্ড চিজি স্প্যাগেটি।
রেসিপি টি পাঠিয়েছেন জারিন নিম্মি।