হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনাক্রান্ত সাংসদকে

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০, ০৩:৪৩ পিএম

সংসদ সদস্য ডা. মনসুর রহমান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনসুর রহমানকে আজ সোমবার (২৪ আগস্ট) সকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন বলে তার ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম জানিয়েছেন।
সাংসদ মনসুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমাকে ঢাকায় আনা হয়েছে। আমার কাশি আছে। এর বাইরে অন্য কোনো উপসর্গ নেই। তবে শরীর দুর্বল।
গত ২২ অগাস্ট রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি ল্যাবে সাংসদ মনসুরের নমুনা পরীক্ষা করা হয়। তাতে তার করোনাভাইরাস পজিটিভ আসে বলে জানান রাজশাহী মেডিকেলের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস ।
এর আগে করোনা সংক্রমণ ধরা পড়ায় রবিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকায় নেওয়া হয়। পেশায় চিকিৎসক মনসুর রাজশাহী জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।