
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:১১ এএম
আরো পড়ুন
সস্ত্রীক করোনায় আক্রান্ত হুইপ স্বপন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২০, ০৩:৫৫ পিএম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। হুইপের পরিবার সূত্র জানায়, এখনো স্বপনের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁর স্ত্রী মেহবুবা আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেলাম। তবে গতকালই আমাকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে আমি করোনা পজিটিভ। এখনো আমার কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি। আমার স্ত্রীও করোনা পজিটিভ। সে গত ১২ দিন ধরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। হুইপের পরিবার সূত্র জানায়, এখনো স্বপনের কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁর স্ত্রী মেহবুবা আলম রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, শুক্রবার (১৩ নভেম্বর) করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পেলাম। তবে গতকালই আমাকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে আমি করোনা পজিটিভ। এখনো আমার কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি। আমার স্ত্রীও করোনা পজিটিভ। সে গত ১২ দিন ধরে এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছে।