
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৩:০৯ এএম
আরো পড়ুন
স্নিগ্ধ অভিমানী নীলরোদ | নীতুল জান্নাত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০১৯, ০৭:৪৯ পিএম
নীলরোদ,
দরজার ওপাশে কাঁদছ কি তুমি অভিমানে?
নিঝুম রাতে ঘুমন্ত শহরে
আঁকছো কি ছবি আনমনে?
নীলরোদ,
যে সীমারেখায় ঝরে গেছি আমরা,
সেখানে বুঝি স্বপ্ন কুড়োচ্ছ দুহাতে?
মধ্যরাতে শুকনো পাতার মর্মরধ্বনিতে ওঠো কি কেঁপে?
খোঁজো কি আজও তুমি একাকী আমায় ঘুম ভেঙে?
নাকি আজও আমরা বন্দি দুই প্রাচীরের বিন্দুতে?
নীলরোদ,
দরজার ওপাশে কাঁদছ কি তুমি অভিমানে?
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
নীলরোদ,
দরজার ওপাশে কাঁদছ কি তুমি অভিমানে?
নিঝুম রাতে ঘুমন্ত শহরে
আঁকছো কি ছবি আনমনে?
নীলরোদ,
যে সীমারেখায় ঝরে গেছি আমরা,
সেখানে বুঝি স্বপ্ন কুড়োচ্ছ দুহাতে?
মধ্যরাতে শুকনো পাতার মর্মরধ্বনিতে ওঠো কি কেঁপে?
খোঁজো কি আজও তুমি একাকী আমায় ঘুম ভেঙে?
নাকি আজও আমরা বন্দি দুই প্রাচীরের বিন্দুতে?
নীলরোদ,
দরজার ওপাশে কাঁদছ কি তুমি অভিমানে?