
প্রিন্ট: ০৮ মে ২০২৫, ০৯:৫৬ পিএম
আরো পড়ুন
হাজার চুরাশির মা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ০৮:০২ পিএম
শোষিতের দরদী আখ্যান নয়
প্রতিবাদী চরিত্রেরা ভিড় করে তোমার কলমে
জনবৃত্তে যে জীবন আমরা দেখিনি
প্রান্তিক মানুষ যারা চিরদিন থেকেছে আড়ালে
যে কণ্ঠের উচ্চারণ কোনোদিন কানেই আসেনি
সেখানেই তুমি ছিলে অনায়াস অনুভবে
মরমি আত্মায়
অকারণ অবহেলা মেখে
আদিবাসী যে অন্ত্যজ ক্রমাগত বিচ্ছিন্ন থেকেছে
তুমি তাকে হাত ধরে আলোয় এনেছো
আশ্চর্য নতুন এক ইতিহাসে তারা আজ সতত উজ্জ্বল
রাজকীয় সমারোহ সংগ্রাম নয়
মানুষের ইতিহাসে মানুষই প্রধান
‘মধুরে মধুর’ ‘প্রেমতারা’ থেকে
পায়ে পায়ে এগোতে এগোতে হাজার চুরাশি নয়
লক্ষ লক্ষ মানুষের মা
তুমি এক জাগ্রত বিবেক
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
শোষিতের দরদী আখ্যান নয়
প্রতিবাদী চরিত্রেরা ভিড় করে তোমার কলমে
জনবৃত্তে যে জীবন আমরা দেখিনি
প্রান্তিক মানুষ যারা চিরদিন থেকেছে আড়ালে
যে কণ্ঠের উচ্চারণ কোনোদিন কানেই আসেনি
সেখানেই তুমি ছিলে অনায়াস অনুভবে
মরমি আত্মায়
অকারণ অবহেলা মেখে
আদিবাসী যে অন্ত্যজ ক্রমাগত বিচ্ছিন্ন থেকেছে
তুমি তাকে হাত ধরে আলোয় এনেছো
আশ্চর্য নতুন এক ইতিহাসে তারা আজ সতত উজ্জ্বল
রাজকীয় সমারোহ সংগ্রাম নয়
মানুষের ইতিহাসে মানুষই প্রধান
‘মধুরে মধুর’ ‘প্রেমতারা’ থেকে
পায়ে পায়ে এগোতে এগোতে হাজার চুরাশি নয়
লক্ষ লক্ষ মানুষের মা
তুমি এক জাগ্রত বিবেক