কবির সতর্কবার্তা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৩ পিএম
ক্রমশ বেআব্রু হয়ে যাচ্ছি বন্ধুগণ
আমায় উদ্ধার করো দুর্গন্ধ পঙ্কের ডোবা থেকে;
ভ্রান্তির সিসায় ভরে উঠেছে বাতাস
রেবিস সংক্রমিত কুকুরে ভরে যাচ্ছে পথঘাট
মিথ্যাচারী ইতিহাসের কলঙ্কবীজ ফেলা হচ্ছে শস্যমাঠে
কেউ কি সতর্ক অতন্দ্রপ্রহরী জেগে আছ?
বাঙালির শৌর্য-গৌরব নৃশংসতায় যারা খুন করেছিল
পনেরো আগস্ট ভোরে, সেই পিশাচের রক্তবীজ থেকে অঙ্কুরিত আজ
মুখোশআঁটা অজস্র স্বার্থান্ধ পিশাচ!
শিষ্ট-ভব্যের পোশাকে ওরা মিশে যাচ্ছে তোমার আমার সাথে,
আমার আশঙ্কা হয় যে কোনো সময়
তোমার সতীর্থ সৈনিক বুলেটবিদ্ধ করে
অট্টহাস্যে জানাবে এ পৃথিবীর গোয়েবলস মিডিয়াকে—
‘নতুন প্রভাত এনেছি আবার তোমাদের জন্যে!
যারা আমাদের ভাইয়ের পবিত্র রক্ত ঝরিয়েছিল উল্লাসে একাত্তরে
প্রতিশোধ নিয়েছি তাদের রক্তে একবিংশের প্রত্যুষে!’
মনে নেই পঁচাত্তরে পনেরো আগস্ট ভোরে
বেতার তরঙ্গ উচ্চারণ করেছিল কী কথা অশ্লীল হিংস্রতায়?
অযোগ্যের এ সতর্কবার্তা আমলে নেবে না পরিতুষ্ট আমলারা কেউ
তুমি যদি সাহসী পিতার বিশ্বাসী সন্তান হও
এখন সতর্ক হও একখণ্ড সবুজে আমার লজ্জাস্থান ঢেকে দাও!
দিব্যদৃষ্টিতে স্বপ্নের অপঘাত-মৃত্যু দেখি আমি
তোমায়-আমায় দ্বীপান্তর দিতে প্রস্তুত ধর্মান্ধ অন্তর্যামী!