
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ১১:৫০ পিএম
আরো পড়ুন
মায়া ঘোর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫০ পিএম
স্মৃতিগুলো খণ্ড খণ্ড করে জোড়া দেই রোজ আমি
অংক কষে গণনা করি সমগ্র জায়গায় তুমি।
আয়ত্ত করবো বলে, আর্তস্বরে ডাকি বহুবার
দূর থেকে সাড়া দেয় অতীন্দ্রিয় এক আঁধার,
তোমাকে যতই বাঁধি বাহুডোরে
হাত ফসকে চলে যাও দূরে।
যতই তোমাকে মেলাতে যাই অমৃত-গরলে,
হয় না সব, ভেসে যায় অন্ধ জলে।
যখনি তোমার চোখে চোখ রাখি
আদ্যপ্রান্ত আমূল ট্র্যাজেডি
হাসে নির্মম নিয়তি।
যতই আমি মায়ার ঘোরে হাঁটি
অবচেতনের গহীনে দেখি
আকাশজুড়ে অজস্র তারাবাতি,
ছুঁয়ে দিতেই হোঁচট খেয়ে পড়ি।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
স্মৃতিগুলো খণ্ড খণ্ড করে জোড়া দেই রোজ আমি
অংক কষে গণনা করি সমগ্র জায়গায় তুমি।
আয়ত্ত করবো বলে, আর্তস্বরে ডাকি বহুবার
দূর থেকে সাড়া দেয় অতীন্দ্রিয় এক আঁধার,
তোমাকে যতই বাঁধি বাহুডোরে
হাত ফসকে চলে যাও দূরে।
যতই তোমাকে মেলাতে যাই অমৃত-গরলে,
হয় না সব, ভেসে যায় অন্ধ জলে।
যখনি তোমার চোখে চোখ রাখি
আদ্যপ্রান্ত আমূল ট্র্যাজেডি
হাসে নির্মম নিয়তি।
যতই আমি মায়ার ঘোরে হাঁটি
অবচেতনের গহীনে দেখি
আকাশজুড়ে অজস্র তারাবাতি,
ছুঁয়ে দিতেই হোঁচট খেয়ে পড়ি।