
প্রিন্ট: ০৩ মে ২০২৫, ০৩:২৮ পিএম
আরো পড়ুন
ফাগুন এলো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১০ পিএম
ফাগুন আসে মাঘের শেষে রঙের আগুন জ্বেলে
সুনীল আকাশে ভরে দিয়ে পাখি ডানা মেলে।
শান্ত দীঘি কাজল চোখে ঢেউ খেলে যায় কেঁপে,
গাছের ছায়া মায়া হয়ে থাকে তাতে ছেপে।
ধানের ক্ষেতে বাতাস লেগে উথাল পাতাল দোলে।
ফুলের উপর মৌমাছিরা একটানা সুর তোলে।
শিশির ঝরা সকাল বেলা পা ভিজে যায় ঘাসে
আমের ডালে মুকুল ভরা সুবাস ভেসে আসে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ফাগুন আসে মাঘের শেষে রঙের আগুন জ্বেলে
সুনীল আকাশে ভরে দিয়ে পাখি ডানা মেলে।
শান্ত দীঘি কাজল চোখে ঢেউ খেলে যায় কেঁপে,
গাছের ছায়া মায়া হয়ে থাকে তাতে ছেপে।
ধানের ক্ষেতে বাতাস লেগে উথাল পাতাল দোলে।
ফুলের উপর মৌমাছিরা একটানা সুর তোলে।
শিশির ঝরা সকাল বেলা পা ভিজে যায় ঘাসে
আমের ডালে মুকুল ভরা সুবাস ভেসে আসে।