সোনাক্ষীর হবু বরের সঙ্গে একাধিক নায়িকার সম্পর্কের অভিযোগ

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৪, ০৪:৩৭ পিএম

চলতি বছর জুনের প্রথম সপ্তাহে জন্মদিন পালন করেছেন সোনাক্ষী সিনহা। একই মাসের শেষের দিকে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউডের ‘আসলি সোনা খ্যাত’ অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বলিউডের অন্দরমহলের এমন গুঞ্জনের মধ্যেই অনেক বলিউড তারকাই ইতোমধ্যে সোনাক্ষীর বিয়ের আমন্ত্রণ পত্র পেতে শুরু করেছেন। বিয়ের কার্ডটির ডিজাইন করা হয়েছ পত্রিকার কভারের ডিজাইনের আদলে। একদম উপরেই লেখা রয়েছে ‘গুঞ্জন হল সত্যি’।

সোনাক্ষীর হবু স্বামী জহির ইকবাল রতনসি মোটেই বলিউডের নামকরা অভিনেতা নন। তবে তার সঙ্গে রয়েছে বলিউডের খান পরিবারের গভীরে যোগাযোগ। ১৯৮৮ সালের ১০ ডিসেম্বর মহারাষ্ট্রের মুম্বাইয়ে জন্মগ্রহণ করে জহির। বাবা-মা, ভাই এবং বোনের সঙ্গে মুম্বাইয়েই থাকেন তিনি। সেখানেই স্কুল এবং কলেজে পড়াশোনা শেষ করেছেন।

জহিরের বাবা পেশায় ব্যবসায়ী এবং সালমান খানের কাছের বন্ধু। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল জহিরের। ছাত্রজীবনে ৩ বন্ধুর সঙ্গে ছবি বানাবেন বলে পরিকল্পনাও করেছিলেন তিনি। সেই ছবিতে বন্ধুরা প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকারের ভূমিকা পালন করলেও জহিরের ইচ্ছা ছিল ক্যামেরার সামনে থেকে কাজ করার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি, বরং কলেজের পড়াশোনা শেষে পারিবারিক ব্যবসার কাজে ঢুকে পড়েন তিনি।

কলেজের গণ্ডি পার করে টানা ৬ বছর পরিবারের ব্যবসা দেখাশোনা করেছেন জহির। তবে বলিউডের তারকাদের সঙ্গেও তার যোগাযোগ ছিল সমান তালে। বলিউড সূত্র বলছে, জহির যে স্কুলে পড়েছেন সে স্কুলে জহিরের সিনিয়র ছিলেন বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুর। সালমান খানের বোন অর্পিতা খান ছিলেন জহিরের সহপাঠী। সেই সূত্রে সালমানের পরিবারের সঙ্গেও সম্পর্ক তৈরি হয় তার।

জহিরের বাবা ইকবাল রতনসির সঙ্গে খুবই সুসম্পর্ক রয়েছে সালমানের। এক পুরনো সাক্ষাৎকারে জহির জানিয়েছিলেন যে, প্রেমিকার সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য তার বাবার কাছ থেকে ২০১১ টাকা ধার করেছিলেন সালমান। জহিরের ক্যারিয়ার গড়ে সেই টাকা সুদসমেত ইকবালকে ফেরত দিতে চেয়েছিলেন বলিউড ‘ভাইজান’। জহির সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমার বোনের বিয়ের সময় সালমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সে দিন বিশেষ প্রয়োজনে রাজস্থান যাওয়ার কথা ছিল সালমানের। আমরা ভেবেছিলাম যে তিনি বিয়ের অনুষ্ঠানে আসবেন না। কিন্তু কোনও কারণে তাঁর যাওয়ার সময় পিছিয়ে যায়। তাই দিদির বিয়েতে চলে এসেছিলেন তিনি।’’

জহিরের দাবি, বোনের বিয়ের অনুষ্ঠানে নেচেছিলেন তিনি। তার নাচ দেখেই নাকি জহিরকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান খান। জহির সাক্ষাৎকারে বলেছিলেন, বোনের বিয়েতে আমি নাচছিলাম। হঠাৎ দেখি, সালমান আমার সঙ্গে নাচতে শুরু করেছেন। দু’জনে প্রায় ১ ঘণ্টা নেচেছিলাম। তখনই তিনি আমায় জিজ্ঞাসা করেছিলেন যে, আমি কোনো কাজ করছি কি না। আমি যখন জানালাম তেমন কিছু করি না, তখন আমাকে অভিনয় করার প্রস্তাব দেন সালমান।

জহিরকে সব কিছু ছেড়ে দিয়ে শুধু অভিনয়েই মনোযোগ দিতে বলেন সালমান। অভিনয়ের পাশাপাশি নাচ এবং মার্শাল আর্টের প্রশিক্ষণ নেয়ারও পরামর্শ দেন সালমান। পরে সালমানের সহকারী হিসেবে বলিউড কাজ শুরু করেন জহির। ২ থেকে ৩ বছর সালমানের সঙ্গে কাজ করার সূত্রে অভিনেতার সঙ্গে ছবি নিয়ে আলোচনারও সময় পেতেন জহির। এক পুরনো সাক্ষাৎকারে জহির জানিয়েছিলেন, সালমান কোনো ছবির শুটিং করলে সেখানে চলে যেতেন তিনিও। সালমান কিভাবে অভিনয় করছেন তা অনুসরণ করতেন। এমনকি, পড়াশোনার জন্য জহিরকে অনেক ছবির চিত্রনাট্যও দিয়েছেন সালমান। দু’জন মিলে সংলাপ বলে মহড়াও দিতেন তারা। এভাবে ধাপে ধাপে জহিরকে অভিনয় শেখান সালমান, এমনটাই দাবি করেন এ জহির।

২০১৪ সালে সালমানের ভাই সোহেল খানের ছবি ‘জয় হো’তে সহকারি-পরিচালকের দায়িত্ব পালন করেন জহির। ৫ বছর ক্যামেরার পেছনে থেকে চলচ্চিত্রের খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন তিনি। ২০১৯ সালে সালমানের ‘নোটবুক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন জহির। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডাবল এক্সেল’ ছবিতে সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশির সঙ্গে অভিনয়ের সুযোগ পান জহির। সেই সূত্রে দুই অভিনেত্রীর সঙ্গেই ভাল বন্ধুত্ব হয়ে যায় তার। পাশাপাশি বহু জনপ্রিয় গায়কের মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গেছে জহিরকে। ২০২২ সালে সোনাক্ষীর সঙ্গে ‘ব্লকবাস্টার’ নামের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেন তিনি।

বলিউডে কানাঘুষো শোনা যায়, সোনাক্ষীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন জহির। এক বছর থেকেই দু’জন নিজেদের প্রেমে ‘অঘোষিত’ সিলমোহর দেন। নানা জায়গায় ঘুরতে গিয়েছেন এই দুই তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একসঙ্গে ছবি এবং ভিডিও পোস্ট করেছেন তারা। পোস্টের তলায় একে অপরের জন্য ভালবাসা-আদরে মাখা বার্তা দিয়েছেন দু’জনে। কিন্তু প্রকাশ্যে কখনোই সম্পর্কের কথা স্বীকার করেননি তারা। প্রশ্ন করা হলে বরং কায়দা করে রহস্য তৈরি করে এড়িয়ে গেছেন বারবার।

গত বছর ক্যামেরার সামনে জহির-সোনাক্ষী প্রথম এক ফ্রেমে ধরা দেন সালমান খানের বোন অর্পিতা খানের ইদের পার্টিতে। তবে সেটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত পরিসরে। ভেতরের খবর, ওই পার্টিতে নাকি সোনাক্ষীর পাশ থেকে একচুলও নড়েননি জহির। পার্টির একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে সোনাক্ষীকে ‘ভাবি’ বলে সম্বোধন করেছিলেন অর্পিতা। কিন্তু ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সরিয়ে নেন অর্পিতা। তবে সোনাক্ষীর আগেও একাধিক অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে জহিরের। বলিউড সূত্রে খবর, দক্ষিণী মডেল-অভিনেত্রী দীক্ষা সিংহের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এ অভিনেতা। কিন্তু সেই সম্পর্ক কয়েকদিনের মধ্যেই ভেঙে যায়। কানাঘুষো শোনা যায়, দীক্ষার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার শিশু অভিনেত্রী সানা সাইদের সঙ্গে সম্পর্কে জড়ান জহির। কিন্তু সে সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি।

কয়েকদিন আগেই ট্র্যাফিক নিয়ম ভাঙার জন্য জরিমানা করা হয় জহিরকে। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি সাঁতার কাটতে, সাইকেল চালাতে এবং দৌড়াতে পছন্দ করেন জহির। দেশ-বিদেশের নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেও দেখা গেছে তাকে। অবসর সময়ে ঘুরে বেড়াতে ভালবাসেন, তবে একা ঘুরতে যাওয়ায় বিশ্বাসী নন তিনি। বন্ধুবান্ধব অথবা পরিবারের সঙ্গে ঘুরতে যেতে স্বচ্ছন্দ বোধ করেন এ অভিনেতা। বলিউড সূত্রে খবর, দুবাই সরকারের পক্ষ থেকে তাকে ‘গোল্ডেন ভিসা’ দেয়া হয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পান জহির। তারপর আর কোনো ছবিতে অভিনয় করতে দেখা যায়নি জহিরকে।

অন্যদিকে বলিউডে অভিনেত্রী হিসাবে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন সোনাক্ষী সিনহা। সম্প্রতি ‘হীরামন্ডি’ সিরিজে দ্বৈত চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। কিন্তু অভিনেতা হিসাবে দর্শকের মনে এখনো তেমন ছাপ ফেলতে পারেননি জহির। অথচ, সালমানের হাত ধরেই দু’জনেই বলিউডে পদার্পণ। শোনা যাচ্ছে, জহির-সোনাক্ষীর বিয়েতে তেমন কোনো ‘থিম’ নেই। বরং অতিথিদের সাধারণ পোশাকেই আসতে বলা হয়েছে। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছে ‘হীরামন্ডি’র তারকারা। এ ছাড়াও সালমান খানের বাড়ির সকলেই যে নিমন্ত্রিত থাকবেন, তা বলাই বাহুল্য।

এক সময় সোনাক্ষীর সঙ্গে রণবীর সিংহের প্রেমের গুঞ্জন থাকলেও ‘লুটেরা’ সিনেমা পরবর্তী সময়ে সেই সম্পর্ক ভেঙেও যায়। নিজের বিয়েতে প্রাক্তনকে নিমন্ত্রণ করেন কিনা, এবার সেটাই দেখার বিষয়। অন্যদিকে সোনাক্ষীর পিতা শত্রুঘ্ন সিনহার সঙ্গে বলিউডের সবার সুসম্পর্ক রয়েছে। তাই মেয়ের বিয়েতে অতিথি-তালিকা যে লম্বা হতে চলেছে, বলাই যায়। সম্প্রতি ‘হীরামন্ডি’ সিরিজের প্রচারের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা’র শো-এ এসে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন সোনাক্ষী। অভিনেত্রী জানান, কিভাবে একের পর এক তার সমসাময়িক অভিনেতারা বিয়ে করে ফেলছেন। অভিনেত্রীর কথায়, ‘কেন কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ? ও (কপিলকে দেখিয়ে বলেন) জানে, আমি সত্যিই বিয়ে করতে চাই।’ তবে পাত্রটি কে, তা গোপনই রাখলেন সোনাক্ষী।